বিষণ্ণতা
শংকর ব্রহ্ম

রাত দুপুরে তোমার ঘরে ঢুকতে পারে চাঁদ,
গেলে আমি জীবন তোমার হয় কেন বরবাদ?
তোমার ঘরে রাতে যদি আমি ঢুকি চাঁদ হয়ে,
তুমি কেন হও বল তো বল এমন কাঁটা ভয়ে?

রাত দুপুরে তোমার বুকে স্বপ্ন শুয়ে থাকে,
স্বপ্ন তোমার বুকে আমায় দুপুর রাতে রাখে?
মুন্ডু আছে মাথা নেই বেঘোরে যে ঘোরে,
ঘর ছেড়ে যে স্বপ্ন কত হঠাৎ ধরা পড়ে।

এ’সব দেখে তোমায় রেখে ভোরে পালায় চাঁদ,
জানি তুমি আমায় ধরার জন্য স্বপ্নে পাত ফাঁদ।
ধরা যদি পড়ি আমি তখন গুনি সে পরমাদ,
এ’সব জেনে তোমার বুকে জমে কি বিষাদ?

৪১
মন্তব্য করতে ক্লিক করুন