ব্যথা
শংকর ব্রহ্ম

বেশ তো ছিলাম,
একলা আমি ঘরটা জুড়ে
সে তো ছিল অনেক দূরে
তবে সে এখানে এলো কেমন করে?
এর কি কোন মানে হয়?
মনে তো জাগে সংশয়
আসে কি সে হয়ে নির্ভয়
আমি তাকে নিয়ে আর ভাবি না এখন?
কবিতাকে নিয়ে আমি মেতেছি যেমন
তাকে নিয়ে মাতি না তেমন,
কবিতাকে সব দিয়ে, তাকে নিয়ে
লিখে ফেলে কত সব কথা
হৃদয়ের জমে থাকা ব্যথা
কিছুটা তো দূর হয় তাতে?
সে যে কেন রাগ করে এতে?

১৫
মন্তব্য করতে ক্লিক করুন