চারশ বিশ জীবন
শংকর ব্রহ্ম
মনে মনে ভাবি লিখব না কবিতা আর কখনও জীবনে
আজকাল ভাবগুলি কবিতার
অসহায় চোখে চোখ রাখে আমার
হাই ভোল্ট বিদ্যুতের মত আতঙ্ক ছড়ায় মনে, আর
শব্দগুলি হায় নির্মম ভাবে হাড়-মাস ছিঁড়ে খেতে চায়।
আমাদের এই চারশবিশ জীবন যাপনে,
আজ এই অন্ধকার দিনে বল আর
কবিতার থাকবার জায়গা কোথায়?
মন্তব্য করতে ক্লিক করুন