ছিন্নপত্র
শংকর ব্রহ্ম

১)

মনটা যদি কেমন করে
একলা থেকে নিজের ঘরে,
তবে মনে লাগাও সুর
পৌঁছে যাবে মধুপুর।

২).

এক-য়ে এক-য়ে দুই করি না,
দুইকে করি এক,
হাত দিয়ে আর ছুঁই না তোকে
মন দিয়ে ছুঁই দেখ।

৩).

শক্ত পাহাড় চায় না আহার,
নরম নদী আগ্রাসী সে
গিলতে চায় যে
একটি গ্রাসে সব কিছুকে
তাই সে ছোটে দিক বিদিকে ।

৪).

কিছু স্মৃতি পাহাড়ের মতো ভারি
বুকে চেপে রয়,
কিছু স্মৃতি এতো পলকা
মুহূর্তেই বাতাসে মিলায়।

৫).
বিরল মতি সতী অতি
কখন যে কী করে,
যখনই দেখি তখন যে তার
মন থাকে না ঘরে।

পরে পড়বো
২০
মন্তব্য করতে ক্লিক করুন