চিন চিনে ব্যথা
শংকর ব্রহ্ম
এক).
খিটখিটে বুড়ি এক বুড়োটাকে বকে
তা এড়াতে বুড়ো তাই বসে এসে রকে,
তাকে ঘিরে আরও কিছু বুড়ো জড়ো হয়
চার পাঁচ জন মোটে তার বেশী নয়,
যৌবনে ফেরে তারা উদ্দাম দিন
বুকের ভিতরে ব্যথা করে চিনচিন।
দুই).
ক্ষ্যাপা বুড়ো চুপ করো বলে বুড়ি ক্ষেপে
অগত্যা বুড়ো যায় কথাগুলো চেপে,
তারপর বিস্ময়ে বুড়ি হতবাক
শুরু হয় মেঘেদের গুরু গুরু ডাক
বুড়ি বলে,চুপকর মুখপোড়া তোরা
বুড়ো দেখে কই মেঘ,ছুটে যায় ঘোড়া।

মন্তব্য করতে ক্লিক করুন