দস্যু করোনি কেন
শংকর ব্রহ্ম
ভালবাসা,
তুমি আমাকে ভিখিরি করেছ ফুটপাথে।
ছেঁড়া কম্বলের ভিতর
দ্বিধাহীন আশ্রয় দিয়ে ছিলাম
গৃহপালিত ভেবে এক প্রাণীকে।
অথচ সে কেমন,
কেটে গেল আরও দীর্ণ করে,
আর ছিঁড়ে খুঁড়ে হৃদয়ের গভীর অতল,
চলে গেল দূরে।
ভালবাসা,
তুমি আমায় দস্যু করোনি কেন বলো?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন