শংকর ব্রহ্ম

আলোচনা - একটি কবিতা ও পাঠকের উত্তরে কবি

শংকর ব্রহ্ম
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

একটি কবিতা ও পাঠকের উত্তরে কবি

দর্শন
শংকর ব্রহ্ম

জীবন দর্শন এই মানবতা ছাড়া
আর কোন দর্শনের পক্ষে
কোথাও পৌঁছে দিতে পারা
এতই সহজ কাজ?

এ কথা বোঝেনি যারা আজ
তারাই গড়তে চায় অদ্ভুত সমাজ।

সে সমাজ গড়ে উঠে ভেঙে পড়ে
বাইরে ভিতরে।

কত বাদ এলো গেলো
প্রতিবাদে যতই না ঝড় তোলো
সব কিছু হয়ে যাবে ফাঁকি
যদি সেথা রয়ে যায় মানবতা বাকি।

Philosophy
———————

No philosophy in the end
Can’t reach our destination
It just raises expectations
Takes away the inertia of talent
Nothing more else.
That is why so many philosophies have been born
How much more in the future.

Which Persecuted us
That is not a philosophy.
Needs of life
As a result, we have become what we are
That is why it is impossible for anything else to happen.

অণির্বাণ চৌধরী (অনিডাইরী ও বন্ধুরা সোসাইটি)

বেশ। তবে দাদা এই যে ষড়্দর্শন ..। এই ষড়দর্শনের অন্তর্ভুক্ত দর্শনগুলো, যেমন ন্যায়-দর্শন, বৈশেষিক-দর্শন, সাংখ্য-দর্শন, যোগ-দর্শন, পূর্ব-মীমাংসা বা মীমাংসা-দর্শন এবং উত্তর-মীমাংসা বা বেদান্ত দর্শন … এরা তো সবচাইতে প্রাচীন বৈদিক দর্শন। যার উপর দিয়ে বয়ে গেছে দশ হাজার বছরের সভ্যতার পর সভ্যতা। ইতিহাস কি তবে মিথ্যা? সিদ্ধার্থকে যে দর্শন তাড়িয়ে নিয়ে বুদ্ধদেবে রূপান্তকরণ করেছিল, তবে কি সেই দর্শন মিথ্যা। কারণ আপনি বলছেন … “যা আমাদের তাড়না করে, তা কোনো দর্শন নয়।
মার্ক্সিয় দর্শন কে তবে কোথায় রাখবেন আপনি?

উত্তর – শংকর ব্রহ্ম (কবি)

Anirban Choudhury (অনিডাইরী ও বন্ধুরা সোসাইটি)

খুব সঙ্গত বুদ্ধিদীপ্ত প্রশ্ন বন্ধু।
সব দর্শনের জন্মই হয়েছে মানুষের প্রয়োজনে। প্রয়োজন ফুরিয়ে গেলেই, (মানে মানুষের জীবনে তার কার্যকারিতা ফুরালে) একটা দর্শনের পর আর একটা দর্শনের প্রয়োজন হয়ে পড়েছে, এবং নতুন দর্শনের জন্ম হয়েছে। সে কথাই বলা হয়েছে কবিতায়।
ইতিহাস সত্য, সব দর্শনই সত্য, কিন্তু মানুষের জীবনে যখন তার কার্যকারীতা হারিয়েছে, তখনই প্রয়েজন হয় পড়েছে,নতুন কোন দর্শনের।
যার উপর দিয়ে দশহাজার বছরের সভ্যতা বয়ে গেছে, আজ সেটা অকেজো হয়ে পড়েছে বলেই, নতুন দর্শনের প্রয়োজন হয়েছে। না হলে সে সেটা আজও বজায় থাকত।
সিদ্ধার্থকে বুদ্ধদেব হতে যে দর্শন কাজ করেছিল, আজ তা এই সাধারণ মানুষের জীবনে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। সাধারণ মানুষ আজ আর সৎ-চিন্তা করে না, মাধুকরী করে জীবন যাপন করতে পারে না।
স্থান ও কাল মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। মাক্সীয় দর্শন, রাশিয়া চীনে এক সময় সার্থক হলেও, আজ রাশিয়া তার থেকে সরে এসেছে (মার্কসবাদ থেকে)। চীন তো বিশ্ব আগ্রাসী নয়া সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে উঠেছে।
কোন বাদই চিরস্থায়ী নয়। মানুষের প্রয়োজনেই তার
আবির্ভাব ঘটেছে, আবার প্রয়োজন ফুরালে তার বিলুপ্তি ঘটেছে। নতুন নতুন বাদের (মানুষের প্রয়োজনেই) আবির্ভাব ঘটেছে।

জীবন দর্শন এই মানবতা ছাড়া
আর কোন দর্শনের পক্ষে
কোথাও পৌঁছে দিতে পারা
এতই সহজ কাজ?

এ কথা বোঝেনি যারা আজ
তারাই গড়তে চায় অদ্ভুত সমাজ।

সে সমাজ গড়ে উঠে ভেঙে পড়ে
বাইরে ভিতরে।

কত বাদ এলো গেলো
প্রতিবাদে যতই না ঝড় তোলো
সব কিছু হয়ে যাবে ফাঁকি
যদি সেথা রয়ে যায় মানবতা বাকী।

অণির্বান (অনিডাইরী ও বন্ধুরা সোসাইটি)

শংকর ব্রহ্ম
আহা অপূর্ব। আপনার আলোচনায় এখন এটাই মনে হয়, মানুষের প্রয়োজন এখন অবিনশ্বরবাদ।

শংকর ব্রহ্ম (কবি)

Anirban Choudhury (অনিডাইরী ও বন্ধুরা সোসাইটি)
মানুষ তার একান্ত প্রয়োজন ছাড়া
‘দর্শন-বাদ’ আকড়ে ধরে
কেন বাঁচতে চাইবে বল?
সে সব দর্শন পাঠ্য বিষয় হয়ে
শুধুমাত্র বইয়ে বেঁচে থাকবে।

পরে পড়বো
১৮৮
মন্তব্য করতে ক্লিক করুন