ফিরে যাওয়া
শংকর ব্রহ্ম

অতৃপ্তি নিয়ে বুঝি ফিরে যেতে হল?

এ’ভাবেই ফিরে যেতে হয়,
কত ইচ্ছে ধরে রেখে মনে
এ’ভাবেই ফিরে যেতে হয়
কত স্বপ্ন বুকে পুঁষে রেখে
এ’ভাবেই ফিরে যায়
গন্ধ রেখে ফুল
এ’ভাবেই ফিরে যায়
জ্যোৎস্না রেখে চাঁদ
এ’ভাবেই ফিরে যায় প্রেম
ছড়িয়ে বিষাদ।
সকলেই আসে ফিরে যায়
শুধু পড়ে রয় একাকী হৃদয়।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন