শংকর ব্রহ্ম

কবিতা - ফেসবুকে কবির প্রেম

শংকর ব্রহ্ম

ফেসবুকে কবির প্রেম
শংকর ব্রহ্ম

তোমার সময় হলে যেও তুমি চলে
কবি শুধু আনন্দ পায় মনের কথা বলে
মনে যে কি ইচ্ছা হয়
খুলে বল সে সব কথা না করে সংশয়
কবির প্রেমে মুগ্ধতা রয় অন্য কিছু নয়।

তুমি যে খুব ভাল সেটা কবি ভুলতে পারে বল
তোমায় ভোলা সহজ নয়
তাই যে কবির লাগছে ভয়,ভবিষ্যতে কি যে হয়
তোমায় কেউ বাসে না ভাল বললে কেন তুমি?
তোমায় কবি ভালবাসে জানে অন্তর্যামী।

৫২
মন্তব্য করতে ক্লিক করুন