গণতন্ত্র আক্রান্ত
শংকর ব্রহ্ম
গণতন্ত্র আক্রান্ত
শংকর ব্রহ্ম
এ কোন রাজত্বে আছি?
যেখানে কথা বলা যাবে না
ফিস ফাস করা বারণ
নাক ডাকা যাবে না
হাসা-কাঁদা যাবে না
সমালোচনা করা যাবে না
মাথা উঁচু করে চলা বারণ
মেরুদন্ড সোজা করে
বিচার চাওয়া যাবে না
প্রতিবাদ করা যাবে না
আন্দোলন নিষিদ্ধ
দাবী পুরণের জন্য
অনশন করা যাবে না
বোধহয় যৌনসঙ্গমও নিষিদ্ধ।
এ কোন রাজত্ব আছি?
যেখানে মানবতা আক্রান্ত হচ্ছে
গণতন্ত্র ধর্ষিত হচ্ছে প্রতিদিন।
শংকর ব্রহ্ম
এ কোন রাজত্বে আছি?
যেখানে কথা বলা যাবে না
ফিস ফাস করা বারণ
নাক ডাকা যাবে না
হাসা-কাঁদা যাবে না
সমালোচনা করা যাবে না
মাথা উঁচু করে চলা বারণ
মেরুদন্ড সোজা করে
বিচার চাওয়া যাবে না
প্রতিবাদ করা যাবে না
আন্দোলন নিষিদ্ধ
দাবী পুরণের জন্য
অনশন করা যাবে না
বোধহয় যৌনসঙ্গমও নিষিদ্ধ।
এ কোন রাজত্ব আছি?
যেখানে মানবতা আক্রান্ত হচ্ছে
গণতন্ত্র ধর্ষিত হচ্ছে প্রতিদিন।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন