শংকর ব্রহ্ম

কবিতা - গোপন প্রেম

লেখক: শংকর ব্রহ্ম

গোপন প্রেম
শংকর ব্রহ্ম

তা’র তুলনা শুধু সে-ই আর কেউ নয়
তা’কে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়।

দূর থেকে তা’কে দেখে,
মনে যদি রাখি এঁকে,
তা’তে তার ক্ষতি নেই কোনও
হতে পারে বন্ধুর বোনও।
সে’কথা বন্ধুকে ডেকে বলি যদি
বয়ে যাবে রক্তের নদী?
বললে পরে বইতেও পারে
আমাকে সে ধরে যদি মারে?
যদি বলি কি জানি কি হয়
তাই মনে জাগে বড় ভয়,
কিছু আমি বলি না কাহাকে
মনে শুধু ধরে রাখি তাকে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন