গৃহবন্দী
শংকর ব্রহ্ম
দামাল দিনগুলো এখন গৃহবন্দী
সামাল ভাইয়ো হেই ও
বাইরে বেরিয়ো না যেই হও
মন্ত্রী কিংবা প্রবীন অধ্যাপক
ঘরেই মিটিয়ে নাও যত আহ্লাদ শখ
বউকে আদর করো কিংবা
চ্যাট কর পরস্ত্রীর সাথে
দিনে কিংবা রাতে
দামাল দিনগুলো সামাল ভাইয়ো
যে দিনগুলো বেমালুম ফুরিয়ে যাচ্ছে
জীবন থেকে
কে আর তার খবর রাখে?
শুধু খেয়াল রাখ দামাল দিনগুলো যেন
তোমাকে বেসামাল করে না ফেলে।
মন্তব্য করতে ক্লিক করুন