হৃদয়-গভীরে
শংকর ব্রহ্ম

মানুষের কত কথা থাকে লোকে বলে
তুমি চলে গেলে কোন কথা না বলে,
সে ব্যথা ভুলব আমি কি করে?

সুন্দর সাজানো সোনার সংসার
মুহূর্তের ঝড়ে ভেঙে চুরমার,
এরপরে মন আর টেকে নাকি ঘরে?

জানি তুমি কোনদিনও
ফিরবে না আর
তবু বারবার
সে কথা ভেবেই যেন ভেঙে পড়ে
মন আর টেকে না যে ঘরে।

তখন বাইরে এসে মনে হয় যেন,
তোমাকেই আরও বেশি করে পাই
হৃদয়-গভীরে তুমি নিয়েছো যে ঠাঁই।

পরে পড়বো
১৪২
মন্তব্য করতে ক্লিক করুন