শংকর ব্রহ্ম

কবিতা - হাইপ – আট

লেখক: শংকর ব্রহ্ম

হাইপ (Hype) শব্দটির অর্থ প্রতারণা করা বা চাতুরী করা। কবি এখানে শব্দের সঙ্গে ভাবের চাতুরী করেন । পাঠক অনেক সময় এই কুহকে পড়ে, নিজস্ব ভাবনার অবকাশ পান। এইসব কবিতায় কখনও রূপকের আড়ালে, – অযৌক্তিক/কিম্ভুতকিমাকার/হাস্যকর/অদ্ভুত/ অসম্ভব অর্থহীন ভাবের প্রকাশ ঘটে।

এই ধরণের কবিতা-চর্চা সামান্য হলেও, তেমনভাবে বিস্তার লাভ করেনি। এই ধরণের চর্চার এক অসামান্য মাষ্টার-স্পীচ ‘ আবেল তাবল’ সুকুমার রায়ের। তিনি ছাড়াও এ ধরণের লেখার চর্চা করেছেন যোগীন্দ্রনাথ সরকার, দাদা ঠাকুর ( শরৎ চন্দ্র চক্রবর্তী) প্রমুখেরা। ]

(হাইপ-আট)
শংকর ব্রহ্ম

রাজার দু কান
গাঁজার দোকান
গাঁজা টেনে যান
গাধার দু কান
টানতে কি চান
রাজার দু কান?
বাবার প্রসাদ
খাবার প্রাসাদ
কিছু খেতে চান?
করেননি চান ?
বাড়ি চলে যান
গদিয়ে দুই টান?

গাঁজা টেনে
রাজা সেজে
প্রাসাদে এবার
ফিরে যান,
মানে মানে
জোড় করে
কারও কান টেনে ধরে

মনে মনে।

ঘোরে পড়ে
ঘুরে ফিরে
বাড়ি যান নিজে ফিরে
গাঁজা নয়
গ্যাঁজা নয়
শুধু এক গাঁজাখুরি গল্প মনে করে।

২০
মন্তব্য করতে ক্লিক করুন