হাইপ-দুই
শংকর ব্রহ্ম
দুর্বার গতি
সহজেই অতি
যায় না তো ধরা যাকে
সে-ই আলোড়ন
তুলে ত্রি-ভুবন
মনটাকে ধরে রাখে।
দু হাতের যাদু
নিঙরায় মধু
মৌ চাকে যত থাকে
তবু ভেবে দেখ
মনে ধরে সে কি
যাকে দূরে ঠেলে রাখে?
মন্তব্য করতে ক্লিক করুন