ইচ্ছে পাখি
শংকর ব্রহ্ম

লোভের কত রকম সকম ইচ্ছেরা সব ঘোরে
তাদের ধরে খাঁচায় পুরে ফেলতে পারলে পরে
বুকের ভিতর নিবিড় সুখের আলোড়ণে ভরে।
আর ধরতে গিয়ে ব্যর্থ হলে পরে,
আর পাখি দূরে উড়ে গেলে পরে-
দুঃখ ব্যথায়, কেন হৃদয় এত মুষড়ে পড়ে?

এখন থেকে ইচ্ছেরা সব ভাল এবং মন্দ
স্বাধীন ভাবে উড়তে থাকুক মনে
তাদের ধরার ইচ্ছে বাতিল করে –
ভুলে,আছে যত রকম ধন্দ
এবার থেকে বাঁচো শুধু আনন্দে আর
ইচ্ছা সুখে,নিজের মতোন করে।

পরে পড়বো
৬৬
মন্তব্য করতে ক্লিক করুন