জ্যান্ত , মৃতবত
শংকর ব্রহ্ম
ভার্চিউয়্যাল জগতে এত বুঁদ হয়ে থাকি
চেনা জানা লোককেও ভুল নামে ডাকি।
নিজের বউকেও ঠিক মনে হয় না বউ
এই কথা শুনে আবার ভুল বুঝো না কেউ।
নিজেকেও মাঝে মাঝে অচেনাই লাগে
এই আমি সত্যি কিনা মনে প্রশ্ন জাগে।
এখানে অনেক বন্ধু , আনন্দ অপার
এখানে কত যে আসে , অবারিত দ্বার।
এই সেই ভার্চিউয়্যাল মায়ার জগত
যার মোহে পড়ে আমি জ্যান্ত ,মৃতবত।

মন্তব্য করতে ক্লিক করুন