শংকর ব্রহ্ম

গল্প - জীবন মরণ

শংকর ব্রহ্ম
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ জীবনবাদী, রম্য

জীবন মরণ
শংকর ব্রহ্ম

জীবন আর মরণ দুই বন্ধু। একদিন জীবন মরণকে বলল, মানুষ আমাকে এত ভালবসে দেখে তোর কোন দুঃখ হয় না? কষ্ট হয় না মনে?
মরণ শুনে অবাক হয়ে বলল, আমার দুঃখ কষ্ট হবে কেন?
– মানুষ যে তোকে ভালবাসে না, তোর নাম শুনলে ভয় পায় ।
মরণ হেসে বলল – মানুষ তোকে যতই ভালবাসুক আর আমাকে যতই ভয় পাক, কিন্তু শেষে এসে আমারই স্মরণাপন্ন হয় তারা। শেষে আমি তাদের দুঃখ কষ্ট লাঘব করে, শান্তি স্বস্তি দিই। আমাকেই তারা তাদের অগতির শেষ গতি ভাবে।
সেকথা শুনে জীবনের তারপর আর বলার কিছু থাকে না। তাই সে মুখ চুন করে, আবার নীরবে মানুষের কাছে ফিরে যায়।

১৪
মন্তব্য করতে ক্লিক করুন