যুদ্ধ যুদ্ধ খেলা
শংকর ব্রহ্ম

এক).

চার ফেলে, টোপ দিয়ে জনতাকে গেঁথে ফেলে বড়শি,
এইভাবে নেতারা স্থায়ী রাখে কুরসি।
জনতার অর্থে নেতাদের স্ফূর্তি
আর জনতার হয় না যে উদরপূর্তি।

দুই).

রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়া মরে,
আমরা যুদ্ধে যাব কেন প্রাণ থাকতে ধড়ে?

তিন).

যখন জনগণ ধুঁকছে, মনে প্রাণে ফুঁসছে,
ঠিক তখনই যুদ্ধ যুদ্ধ খেলাটা শুরু হয়ে যায়,
বহু প্রাণের আহূতিতে নেতারা শুধু গদি সামলায়।
এটা আসল যুদ্ধ নয় যুদ্ধ যুদ্ধ খেলা,
আসল যুদ্ধ জীবন যুদ্ধ যা চলে দুই বেলা।

১১১
মন্তব্য করতে ক্লিক করুন