কবি ও কবিতা
[অণুকাব্য নাট্য]
শংকর ব্রহ্ম
কবিতা – কেমন আছ কবি?
কবি – ভাল না মোটেও
কবিতা – কেন?
কবি – ( মনে মনে বলে, ন্যকামো ) তুমি জান না?
কবিতা – না তো!
কবি – কবিতাকে ছাড়া কবি ভাল থাকতে পারে
বল?
কবিতা – ( সহাস্যে ) তাই বুঝি?
কবি – ( হাসি দেখে মনে মনে পিত্তি জ্বলে যায় ) তবে কি?
কবিতা – আমাকে ছাড়া চলে না বুঝি তোমার?
কবি – যদি তা বুঝতেই
কবিতা – তবে কি হতো?
কবি – ( ছাই হতো,মনে মনে বলে ) এত করে ডাকার পরও, মুখ ফিরিয়ে থাকতে পারতে না
কবিতা – কি করব বলো, আমার তো তোমার মতো আরও প্রেমিক আছে,তারা ডাকলে পরে তাদের কাছে যেতে হয়, তোমাকে নিয়ে একা পড়ে থাকলে, আমার চলে বলো?
কবি – না, তা চলে না তো, তবে তাদের কাছে যাও
কবিতা – তা তো যাই-ই
কবি – তবে আর আমার কাছে এসেছো কেন?
কবিতা – তুমি ডাকলে, তাই
কবি – যাও,আর ডাকবো না
কবিতা – ঠিক তো?
কবি – হ্যাঁ, ঠিক
কবিতা – পারবে, না ডেকে থাকতে?
কবি – দেখো, পারি কিনা
কবিতা – হাঃ হাঃ হাঃ হাঃ
মন্তব্য করতে ক্লিক করুন