শংকর ব্রহ্ম

কবিতা - কবির বন্ধু

শংকর ব্রহ্ম

কবির বন্ধু
শংকর ব্রহ্ম

-কি চাও আমার কাছে কবি?

-সাতকান্ড রামায়ণ পড়ে
সীতা কার বাপ?

-ভুলে যেয়ো না তুমি কবি
আমি সামান্য মানবী এক
সে’কথা যেয়ো না ভুলে তুমি

-তুমি দেবী,আমার প্রেরণা লেখার

-কোরো না পাগলামি

-ভেব না গালে গাল চেপে ধরে
উত্তাপ দেব আমি?

-কি অবুঝ পুরুষ তুমি

-একদম,
তোমাকে দেখার পর
পাগলামী বেড়ে যায় আরও
কবি নয় পুরুষ হতে ইচ্ছে করে।

-আহারে বেচারা

সব কিছু লন্ড ভন্ড করে দিতে চায় মন,
যতক্ষণ না তোমারে বুকের ভিতরে
পেয়ে পিষে গুড়িয়ে দিতে পারি,
পেলে শান্ত হয়,উত্তপ্ত মরুঝড়।

-এমন করে বলো না তুমি আর,
উফ্, আর পারছি না এখন।

-তবে শান্ত হও।
আমি পুণরায় পুরুষ থেকে হয়ে যাই কবি।

-বেশ তাই হও, তোমাকে বন্ধু বলে ডাকি।

পরে পড়বো
২০
মন্তব্য করতে ক্লিক করুন