কবির ধর্ম
শংকর ব্রহ্ম
সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই
এমন কথা বলতে পারেন কবি মানুষরাই
কবির কোন জাত হয় না,কবির কোন ধর্ম
কবি শুধু পরতে পারেন মানবতার কঠিন বর্ম
শয়তানের সৃষ্টি জাত ও ধর্ম
বুদ্ধ যীশু কিংবা ঈশ্বর আল্লার নয়
তাই তো কবি জাত ধর্মে এতই পায় ভয়
জাত পাত আর ধর্ম নিয়ে করেন যারা মাতামাতি
অনায়াসে করতে পারেন উন্মাদনায় হাতাহাতি
স্বার্থে তাদের লাগলেই ঘা
যুক্তি ছেড়ে তোলেন হাত পা
তবে,কবি সেটা পারেন না ঠিক
কবি তার কলম চালান পথে সঠিক
বলতে পারেন উচ্চ স্বরে
শক্ত হাতে কলম ধরে
“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই”
জাত পাত আর ধর্ম নিয়ে কোরো না বড়াই
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন