কবিতা
শংকর ব্রহ্ম
কবিতা কল্পনালতা
হতে পারে ছন্দময় স্পর্শকাতরতা,
অথচ সে রাত্রির মতোন নীরব
যেখানে আঁধারে বন্দী
কবির অন্তরের সব অনুভব।
আর কবিতাকে
হতে হবে, শব্দ ভার হীন
বাতাসের মতো সর্বত্র উড্ডীন।
কবিকে থাকতে হবে সর্বদা
ভয় ভীতিহীন, বিপদে অটল,
যে কোন প্রাপ্তির আশা
ছেড়ে তার ফল।
কবিতা লেখা হোক যে দেশেই যত
তাকে ঠিক হতে হয় সত্যের মতো।
কবিতায় প্রতিবাদ,প্রতিরোধ আর
যা কিছু থাকুক রূপগ্রাহিতা
আসলে শেষ পর্যন্ত তাকে,
হতে হবে নির্ভার কবিতা।

মন্তব্য করতে ক্লিক করুন