শংকর ব্রহ্ম

কবিতা - কামনা

লেখক: শংকর ব্রহ্ম

কামনা
শংকর ব্রহ্ম

প্রথাসিদ্ধ ভালবাসা বলে হয়তো কিছুই নেই আর
তবু কিছু প্রেম থেকে যায় হৃদয়ে সবার,
তা দিয়েই চাষবাস চলে বারমাস।

মাছেদেরও ভালবাসা বিনিময় চলে শ্যাওলায় জলে,
তাদের ব্যথার অশ্রু জলে মেশে বলে
অনেকে জানে না
তাদেরও হৃদয়ের বিনিময় চলে,
নীরবে তাদেরও বুকে কামনারা জ্বলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন