শংকর ব্রহ্ম

কবিতা - কষ্টে অভিভূত

লেখক: শংকর ব্রহ্ম

কষ্টে অভিভূত
শংকর ব্রহ্ম

সময় শেষ হলেও
হয় না যে শেষ চাওয়া,
মনেহয় দুঃসহ তাই
এই জটিল জীবন বাওয়া।
সময় এসে অনায়াসে
জীবন কেমন বদলে দেয়
মানুষ তবু সময়কে
একটু বদলাতে পায় ভয়।
প্রেমের স্রোতে ভেসে
যাকেই তুমি মনে মনে চাও,
তাকে কি আর সহজ ভাবে
বুকের কাছে পাও?
তোমার জন্য কষ্ট যখন
স্পষ্ট হয়ে জাগছে মনে,
আমি তো সেই সন্ধিক্ষণে
লুকিয়ে থাকি নির্জনে।
লুকিয়ে থাকি কারণ যে তার
কষ্ট খুঁজে না পায় আর,
কষ্ট তবু দাপিয়ে বেড়ায়
অক্টোপাসের আট হাত বাড়ায়,
আমি আরও সংকুচিত
শক্তিতে তার অভিভূত।

৭৮
মন্তব্য করতে ক্লিক করুন