কথা
শংকর ব্রহ্ম

বুকের ভিতর কি আছে তোমার?
বললে পরেই, তোমরা ভাববে অসভ্যতা
কবি কিন্ত তা বোঝে না,
কবি শুধু আপন মনে
খোঁজে সেথায় হৃদয় ব্যথা।

ভাবনা তোমার, ভাবনা সবার
কথা কিন্তু একটা শুধু
তবু মানে হয় না একটা কেবল,
মানে বোঝে মতোন যে যার।

আমি বললাম,
শীতের রাতে হিম পড়ছে, ঘরে এসো
তুমি বুঝলে অন্য মানে,
বুঝলে না তো
এই কথটা বলছি আমি কি কারণে?

এমনি করেই বলা কথার
মানে বোঝে যে যার মতোন
কথা কিন্তু একটা শুধু ,
হয় যদি তা কথার মতোন।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন