কথা বলা পুতুল
শংকর ব্রহ্ম
কথা বলা পুতুল
শংকর ব্রহ্ম
আমরা যেন সব কথা বলা পুতুল?
কেউ শুনতে না চাইলেও
আনমনে বকবক করে যাই,
আর শুনতে চাইলে?
তো কথাই নাই।
মনের ভিতরের কথাগুলো
কিংবা ব্যথাগুলো?
যাই বল না কেন,
যেন তার নিষ্কাশন চাই।
নিরুপায় মানুষ আমরা,
বিষাদ যন্ত্রণা ভুলে
বাঁচার উপায় খুঁজি প্রতি মুহূর্তেই।
☞ শং.ব্র. ➤
শংকর ব্রহ্ম
আমরা যেন সব কথা বলা পুতুল?
কেউ শুনতে না চাইলেও
আনমনে বকবক করে যাই,
আর শুনতে চাইলে?
তো কথাই নাই।
মনের ভিতরের কথাগুলো
কিংবা ব্যথাগুলো?
যাই বল না কেন,
যেন তার নিষ্কাশন চাই।
নিরুপায় মানুষ আমরা,
বিষাদ যন্ত্রণা ভুলে
বাঁচার উপায় খুঁজি প্রতি মুহূর্তেই।
☞ শং.ব্র. ➤
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন