শংকর ব্রহ্ম

কবিতা - কী হবে হায়

লেখক: শংকর ব্রহ্ম

কী হবে হায়
শংকর ব্রহ্ম

বুকের ভিতর ব্যথার পাহাড়
ভাঙতে ভাঙতে শব্দরাশি
বুকের ভিতর শব্দরাশি
জমতে জমতে স্মৃতির মিনার
বুকের ভিতর স্মৃতির মিনার
গড়তে গড়তে একলা আমি
বুকের ভিতর একলা আমি
ভাবতে ভাবতে ব্যথার পাহাড়
বুকের ভিতর ব্যথার পাহাড়
ভাঙতে ভাঙতে নদীর ধারা
এবার যদি নদীর ধারা
ছুটতে ছুটতে দেশটা ভাসায়?
কী হবে হায় !

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন