শংকর ব্রহ্ম

কবিতা - খেলা – (৩)

লেখক: শংকর ব্রহ্ম

খেলা – (৩)
শংকর ব্রহ্ম

[ কারও ভালবাসা পাওয়া ভাগ্য হলে,
কাউকে ভালবাসতে পারা পরম ভাগ্য।]

এখন দেখি মুখটি ঢেকে ঘুমিয়ে আছে পাড়া
কারোই নেই এই সময়ে কোথাও যাবার তাড়া,
তাই তো এখন ঘরেই আছি চুপটি করে বন্দী
মনে ভিতর ঘুরছে দেখি নানান রকম ফন্দী।

চাঁদ দেখি করছে খেলা সারা আকাশ জুড়ে
নিশীথ রাতের তারার সাথে নিবিড় অন্ধকারে।
তোমার আমার খেলা চলে মনের আড়ে আড়ে
কেবল শুধু রাতেই নয় দিনেও বারে বারে।

ভালবাসা দেহে নয়,থাকে জানি মনে
ভালবাসা পেতে চায়,ধনী কী নির্ধনে,
আমি তাই ভালবাসি গোপনে নির্জনে
যে আমার প্রিয়জন তাকেই মনে-প্রাণে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন