শংকর ব্রহ্ম

কবিতা - খোঁজা – (২)

লেখক: শংকর ব্রহ্ম

খোঁজা – (২)
শংকর ব্রহ্ম

বাহিরে আর রেখো না আমায়
অন্তরে লুকিয়ে রাখো শুধু
যেন কেউ দেখতে না পায়

ওই দেখ খাঁচা ছেড়ে পাখি উড়ে যায়
আমিও তো উড়ে যাব হায় দূরে কোথায়
খুঁজে আর পাবে না তো তুমি

বাইরে আর ডেকো না আমায়
রাখ তব জুড়ে মনোভূমি
জানি না যে হারাব কোথায়
খুঁজে আর পাবে না যে তুমি

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন