খোঁজা-(৪)
শংকর ব্রহ্ম
(এক).
যখন তোমার পাই না দেখা
ঘুরি তখন একা একা
বন-বাদারে কাহার তরে
জানি না যে আমি নিজে কীসের খোঁজে
আবার তোমার দেখা পেলে
হেসে খেলে দিন যে ফুরায়
চিত্ত হারায় তোমার মাঝে,
আমি তখন আর কিছুই খুঁজি না যে
( দুই)
ভিতরে ছিল চাঁদের আলো বাইরে অন্ধকার
খোলা ছিল সেদিন তোমার মনের যত দ্বার
কোন চাবিতে খুলে ছিল জানা হয়নি আর
সেই চাবিটা হারিয়ে গেছ খোঁজ পাইনি তার
খুঁজে বেড়াই সেটাই এখন
হারিয়ে গেছে কোথায় সে ধন
খুঁজছি আমি সেটাই শুধু সারা জীবন ধরে
গ্রাম ছাড়িয়ে শহর ছেড়ে বাইরে এবং ঘরে
মন্তব্য করতে ক্লিক করুন