শংকর ব্রহ্ম

কবিতা - কুচো কাব্য

শংকর ব্রহ্ম

কুচো কাব্য
শংকর ব্রহ্ম

১).

তপন অসহায়
শংকর ব্রহ্ম

তপন এসেছে উঠে নিরুপায়
কুয়াশায ঢাকা তবু তার মুখ,
তরুবর তার কাছে তাপ চায়
তাপ ছাড়া যে নেই মনে সুখ।

হিমের শীতল রানী এইবার
এসে তার এ ভুবন মাতায়,
তপন অসহায় কাছে তার
এইবার ধীরে দীপ্তি হারায়।

২).

ফিরে আসা
শংকর ব্রহ্ম

মনেহয় এই তো সেদিন
তুমি এসেছিলে,
তারপর ধারালো সুতোর টানে
ভো-কাট্টা কুড়িটা বছর।

পুনরায় ফিরে এলে তুমি
যেন কোন প্রেতাত্মা হয়ে।

৩).

বোধ
শংকর ব্রহ্ম

যৌবনে
সময় নষ্ট

বার্ধক্যে
বুঝেছি স্পষ্ট।

এখন
অযথা কষ্ট।

৪).

অলীক ভ্রমণ
শংকর ব্রহ্ম

শীতে কোথায় যাবে তুমি
দার্জিলিং না পুরী?
এসো তোমার সাথে আমি
অলীক পথে ঘুরি।

৫).

বইমেলা
শংকর ব্রহ্ম

মেলার সেরা
বইমেলা,
মানুষ ঘেরা
ছেলেখেলা।

উড়ো কথা
শংকর ব্রহ্ম

১).

নিষ্ফলা যায় দিন
কোন কাজ হয় না,
আরও কিছু লেখা চাই
মন করে বায়না।

২).

রঙের আমি রঙের তুমি
রঙ দিয়ে যায় চেনা,
বে-রঙিন সব আছে যারা
যায় নি তাদের কেনা।

পরে পড়বো
৪৬
মন্তব্য করতে ক্লিক করুন