মহান্ত
শংকর ব্রহ্ম
মহান্ত
শংকর ব্রহ্ম
বন্ধুর সাথে সেদিন বাজারে দেখা
বন্ধু হঠাৎ বলল আমায় ডেকে,
তুমি নাকি বড় মহান্ত হয়ে গেছ?
শুনে আমি মৃদু হাসি,
মহান্ত শব্দটা শুধু মোহান্ধ করে রাখে।
মহান্ত সম্বন্ধে কোন ধারণাই নেই
এ কথা স্বীকার করতে দ্বিধা নেই জেনো,
মহান্ত কথাটা কি নিন্দা সূচক
নাকি সেটা স্তুতি বাক্য কোন?
মহান্ত নামের এক ডাক্তারকে জানি
ছোটবেলা যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন,
তাহলে কি মহান্ত খুব নিন্দিনীয় নয়?
এই সব ভাবতে ভাবতে বাড়ি ফিরি আমি,
মহান্ত নামক জীব ফেরে একই সাথে।
খেতে বসে মহান্ত খাবার খায়
আমি চেয়ে দেখি,
খাটে শুয়ে মহান্ত ঘুমিয়ে পড়ে
আমি জেগে থাকি।
এই ভাবে হতে থাকে
ক্রমাগত দিন প্রতিদিন,
কবে যেন একদিন অজান্তেই
আমিই মহান্ত হয়ে যাই।
শংকর ব্রহ্ম
বন্ধুর সাথে সেদিন বাজারে দেখা
বন্ধু হঠাৎ বলল আমায় ডেকে,
তুমি নাকি বড় মহান্ত হয়ে গেছ?
শুনে আমি মৃদু হাসি,
মহান্ত শব্দটা শুধু মোহান্ধ করে রাখে।
মহান্ত সম্বন্ধে কোন ধারণাই নেই
এ কথা স্বীকার করতে দ্বিধা নেই জেনো,
মহান্ত কথাটা কি নিন্দা সূচক
নাকি সেটা স্তুতি বাক্য কোন?
মহান্ত নামের এক ডাক্তারকে জানি
ছোটবেলা যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন,
তাহলে কি মহান্ত খুব নিন্দিনীয় নয়?
এই সব ভাবতে ভাবতে বাড়ি ফিরি আমি,
মহান্ত নামক জীব ফেরে একই সাথে।
খেতে বসে মহান্ত খাবার খায়
আমি চেয়ে দেখি,
খাটে শুয়ে মহান্ত ঘুমিয়ে পড়ে
আমি জেগে থাকি।
এই ভাবে হতে থাকে
ক্রমাগত দিন প্রতিদিন,
কবে যেন একদিন অজান্তেই
আমিই মহান্ত হয়ে যাই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন