মন ভাল নেই
শংকর ব্রহ্ম
এমন সময় কবির কি আর মনটা ভাল থাকে,
অসভ্যতার মুখোশ যখন সভ্যতাকে ঢাকে?
অসুস্থ দিন ফুরিয়ে যায় তবুও সুস্থতা ফেরে না
কবির মনে কষ্ট বাড়ে, বাড়ে ব্যথার আনাগোনা।
রাত্রি ফুরায় যে দিন আসে রাতের চেযে কালো
এর চেয়ে ছিল আদিম যুগের অন্ধকারই ভাল
অনেকে যখন স্বার্থ লোভে মুখোশে মুখ ঢাকে
তখন বল কি করে কবি মুখটি বুঁজে থাকে
আর তার মনটা ভাল রাখে ?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন