মানবতা
শংকর ব্রহ্ম

১).

জীবন দর্শন এই মানবতা ছাড়া
আর কোন দর্শনের পক্ষে
কোথাও পৌঁছে দিতে পারা
এতই সহজ কাজ?

এ কথা বোঝেনি যারা আজ
তারাই গড়তে চায় অদ্ভুত সমাজ।

সে সমাজ গড়ে উঠে ভেঙে পড়ে
ভিতরে বাহিরে।

কত বাদ এলো গেলো
প্রতিবাদে যতই না ঝড় তোলো
সব কিছু হয়ে যাবে ফাঁকি
যদি সেথা রয়ে যায় মানবতা বাকি।

২).

মানুষ হারিয়ে যায় একদিন ঠিকই
কিন্তু মানবতা থাকে অমরতা পায়
একটি জীবন
হয়তো মৃত্যুর কাছে হেরে যেতে পারে
কিন্তু সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
জীবনের গান গেয়ে যায়।

কিন্তু মানবতা যদি একবার হারায়
আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
অমৃতপুত্ররা আর অমরতা খুঁজবে কোথায়
আমাদের এই নশ্বর জীবনে?

৩).

আনন্দ উৎসবে
মন্দিরে শঙ্খধ্বনি বাজে
গীর্জায় বাজে ঘন্টা
আজানের ধ্বনি আসে কানে মসজিদ থেকে
তবুও কেন এত হানাহানি ধর্ম নিয়ে?
অন্তহীন মৃত্যুমিছিল দিকে দিকে,
কে দেবে জবার তার?
বিবেক দংশন করে,
বিশ্বজুড়ে ধ্বংসের উল্লাসধ্বনি প্রগতির নামে
অভুক্ত মানুষেরা বাকরুদ্ধ এইসব দেখে,
কেউ কেউ আর্তনাদ করে।
তাই দেখে, মানবতা গুমড়ে গুমড়ে মরে।

৪).

পোষা যে ময়না কথা কয় না
তাকে বাইরে ছেড়ে আসি
যাকে প্রতিদিন শিখিয়ে ছিলাম
তোকে বড়ই ভালবাসি।

আমরা মুখে বলি সর্বদাই
মানবতার বড় বড় কথা
অথচ কাজের বেলায়
জানি না কোথায় হারায় মানবতা।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন