মানবতা
শংকর ব্রহ্ম
১).
বুড়ো ময়না কথা কয় না
তাকে বাইরে ছেড়ে আসি
যাকে সেদিন শিখিয়ে ছিলাম
তোকে বড়ই ভালবাসি।
মুখে বলি মানবতার বড় বড় কথা
কাজের বেলায়
জানি না কোথায় হারায় মানবতা।
দুই).
একটি পাথর সরালে জল
ইঁট পাথরে গড়া ভূতল
দু চোখে তার কেবলই ছল।
একটি মানুষ দুঃখ পায়
শৈশব তার হারিয়ে যায়
তবুও কেউ সুস্থতায়
হয়তো আরও বাঁচতে চায়।
মৃত্তিকায় গড়া ভূতল গভীরে তার স্বচ্ছ জল।

মন্তব্য করতে ক্লিক করুন