মনের অসুখ
শংকর ব্রহ্ম
নিয়মের দাঁত আছে তীক্ষ্ণ ও ধারালো,
তুলে দিয়ে সেইসব দাঁতগুলো,
যদি কিছু উপহার তুলে দেওয়া যায়,
ভাবি আমার কি দায়?তবু আছি প্রতীক্ষায়
সারারাত,আঠার মতোন গাঢ় ঘুমে,
চাঁদ যদি নেমে এসে বসে তার পাশে,
যদি বা জড়ায়,কি বলার আছে তবে,
কি-ই বা করার? বিনিদ্র রাত কাটে যার?
নিয়মের সব দাঁত ভেঙে দিয়ে
বাঁধানো দাঁতের খেলা শুরু হলে পরে
সহসাই মেঘ করে চরাচর জুড়ে
শুরু হয় ডাক গুরু গুরু
হিম সুখে ভেসে যায় অকস্মাৎ বুক
নাকি সব সেরে যায় মনের অসুখ?

মন্তব্য করতে ক্লিক করুন