মনের কষ্ট
শংকর ব্রহ্ম
সুখগুলো সব আপন আমার,
কষ্ট কি আর পর?
কষ্টগুলো জমিয়ে রাখি,বুকের ভিতর।
সুখের অনেক ভাষা আছে
কষ্ট শুধু বোকার মতো
নিঃশব্দে কাঁদতে পারে
কেউ কি তাকে, ধরে মারে?
চোখের জলের মূল্য তোমার
কেউ দেবে না,
একলা তুমি কাঁদতে পার যত খুশি,
হয়তো কিছু হাল্কা হলেও হতে পার
ফুলের মতো ফুটতে পারে মুখের হাসি,
তবু কেউ বলবে না আর
ভুলেও তোমায় ভালবাসি।
ভালবাসা এমন জিনিষ,
সত্যিকারের একটু খানি পেলেই
দেখো কেমন যেন মন ভরে যায়,
তাতে তোমার কি এসে যায়?
সুখের কথা ভুলতে পার,
ভালবাসা ভুলবে কি আর?
তবু এখন কষ্ট তোমার প্রিয় সাথী
দিবস রাতি।

মন্তব্য করতে ক্লিক করুন