মণিকণা
শংকর ব্রহ্ম

১).

সময়ের শেষ হয়েও
হয় না শেষ কথা কওয়া,
সহজ তাই দুঃসহ এই
জীবনের ভার বওয়া।

২).

তোমায় ভাল লেগেছিল জানি না আমার কবে,
তুমি ছিলে মনের ভিতর
গোপন অনুভবে।

৩).

প্রেমের স্রোতে ভেসে
যাকেই তুমি চাও,
স্রোতের হ্যাচকা টানে তাকেই বুকে নাও।

৪).

জন্মে ছিলাম বলেই এত কষ্ট পাওয়া,
দিন দুপুরে লাগল গায়ে সুখের হাওয়া,
হঠাৎ করে তোমায় দেখে বিষম খাওয়া,
আপন করে বুকের মাঝে তোমায় চাওয়া।

৫).

একখানা কাব্য লিখেছিল দিয়ে মন আমাদের এ’পাড়ার বিখ্যাত বুলটন
শহরের দোকানে
শোভা পায় সেখানে
বইখানা দেখলেই কিনে ফেলে গুনীজন।

৬).

“মদ্য খেয়ে পদ্য লিখি”
বলেছিলেন,শক্তি কবি
সেই কবে,
আজ তবে
সবই,স্মৃতির পাতায় ছবি।

পরে পড়বো
১৯
মন্তব্য করতে ক্লিক করুন