মানুষ হওয়ার জন্য
শংকর ব্রহ্ম
মানুষ শুধু মানুষ হওয়ার জন্য এত যুদ্ধ করে
মানুষ মানে আকাশ ছোঁয়া দুঃখ
নাকি বয়স বাড়লে স্বপ্নে বধির?
সুখের কাছে স্বল্প সময় ধরা দিয়েই
আকাশ ছোঁয়ার মহৎ প্রয়াস?
মানুষ তবু মানুষ হতে পারল না যে
মানুষ হওয়ার জন্য এত তাড়াহুড়ো
কানা মাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ
তবু বুড়ি ছোঁয়া হল না আর।
কত মহাপুরুষ এলো গেল,পথ দেখাল
সে পথ মানুষ মাড়ালো কই?
স্বপ্ন, শুধু স্বপ্ন হয়েই রয়ে গেল
যুদ্ধ আজও থামল না তো,
স্বার্থ জগত অন্ধ করে সকলকে আজ
কানামাছি খেলছে দেখ কেমন সুখে
তবু মানুষ যুদ্ধ করে মানুষ হওয়ার জন্য শুধু,
নিজের সাথে যুদ্ধ করে।
মন্তব্য করতে ক্লিক করুন