মাতৃভাষা
শংকর ব্রহ্ম
তুমি আমার অন্ন কেড়ে নিতে পারো
বস্ত্র হরণ করে
আমার লজ্জা কেড়ে নিতে পারো
বাসস্থান কেড়ে নিয়ে
আমায় রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারো
তোতাবুলি শেখাতে পারো আমায়
কিন্তু আমার মাতৃভাষা কেড়ে নিয়ে
আমায় বোবা করে দিতে পারো না
ভাষা ছাড়া মানুষ মূক পরাধীন
ভাষায় মুখর হও মানুষ স্বাধীন
ভাষা ছাড়া তুমি আমি নিঃস্ব দীন
ভাষা ছাড়া আমরা অর্থহীন
মন্তব্য করতে ক্লিক করুন