মুখোশ
শংকর ব্রহ্ম

ভূতের মুখোশ পরে বসে আছে ভূত
আমিও অদ্ভুত
চার পাশে ঘুরি তার
জ্বলজ্বলে চোখে তাকে ঘুরে ঘুরে দেখি

মনে হয় একি ?
বহু দূর থেকে কেউ ক্ষীণ স্বরে
ডাকছে আমাকে যেন মনে হয় তাই

আমি একটু ধমকে দাঁড়াই
ভূতের মুখোশ দেখি পড়ে আছে নীচে
কোন ভূত নাই।

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন