নিজেকে খোঁজা
শংকর ব্রহ্ম
এক সময় আমরাও নষ্টামি করিনি কম
তখন বয়স অল্প বুকের ভিতরে
জোড়ালো দম আঁটা
রক্তে তাই অনায়াসে খেলা করতো
জোয়ার আর ভাটা।
এখন ভাটার টান তাই হয়েছি সব
শান্ত শিষ্ঠ ভদ্রলোক বয়সের ভারে
সর্বদাই ছিল না এমন
এ কথা বলব আজ কারে?
তখন গাছের পাতা ছিল নিবিড় সবুজ
আর আজ হলুদ অবুঝ পাতা ঝরে যায়
ধীরে ধীরে সময়ের সাথে হায়
তখন একান্তভাবে পেতাম গাঢ় রাতে
আর আজ মনে হয় দিন রাত
সবই সমান এক সাথে
এখন আমাকে আর খুঁজে পাই না
কিছুতেই নিজের ভিতর।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন