শংকর ব্রহ্ম

কবিতা - নিজেকে খোঁজা

লেখক: শংকর ব্রহ্ম

নিজেকে খোঁজা
শংকর ব্রহ্ম

এক সময় আমরাও নষ্টামি করিনি কম
তখন বয়স অল্প বুকের ভিতরে
জোড়ালো দম আঁটা
রক্তে তাই অনায়াসে খেলা করতো
জোয়ার আর ভাটা।

এখন ভাটার টান তাই হয়েছি সব
শান্ত শিষ্ঠ ভদ্রলোক বয়সের ভারে
সর্বদাই ছিল না এমন
এ কথা বলব আজ কারে?

তখন গাছের পাতা ছিল নিবিড় সবুজ
আর আজ হলুদ অবুঝ পাতা ঝরে যায়
ধীরে ধীরে সময়ের সাথে হায়
তখন একান্তভাবে পেতাম গাঢ় রাতে
আর আজ মনে হয় দিন রাত
সবই সমান এক সাথে
এখন আমাকে আর খুঁজে পাই না
কিছুতেই নিজের ভিতর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন