শংকর ব্রহ্ম

কবিতা - পরবাসী

শংকর ব্রহ্ম
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

পরবাসী
শংকর ব্রহ্ম

অই যে রমনী পরনে রয়েছে ছেঁড়া ত্যানা
এ কেবল তার গ্লানি আমাদের নয়?

অই যে যুবক বেকারত্বে ভুগে
আত্মহনন বেছে নিল
এ কেবল তার কষ্ট আমাদের নয়?

অই যে শিশুটি অনাহারে মারা গেল কাল
এ কেবল তার ক্ষতি আমাদের নয়?

ওরা বুঝি আমাদের কেউ নয়
আমাদের পাশাপাশি কিছুদিন ছিল
পরবাসী হয়ে?

পরে পড়বো
২৮
মন্তব্য করতে ক্লিক করুন