পরকীয়া
শংকর ব্রহ্ম
ভাবতে ভাল লাগে,আমার জন্য কেউ ভাবে
সে আছে অন্য কোথাও, অন্য কোনখানে,
যে আমাকে টানে মনে প্রাণে
কী সে অমোঘ টান যাকে আমি এড়াতে পারি না
মাঝখানে থাকে পড়ে
বিরাট এক ব্যবধান সামজিকতার,
যে বাঁধা অতিক্রম করতে গেলে
অসামাজিক হয়ে পড়তে হয়,
অথচ তা হওয়া কিছুতেই সম্ভব নয়?
তবু ভাবতে ভাল লাগে
কেউ আমার কথা ভাবে রাগে-অনুরাগে
প্রয়োজনে আমার জন্য সে একবুক জলে নাবে
ভাবতে ভাল লাগে।

মন্তব্য করতে ক্লিক করুন