প্রহরী
শংকর ব্রহ্ম
দরজার বাইরে দাঁড়িয়ে থাকে,
জ্যোৎস্না কিংবা আঁধারে প্রেমের ভিক্ষুক
তুমি তখন নগ্ন ঘুমে মগ্ন থাকো
আর সে থাকে সতর্ক জাগরুক।
বাইরে গাঢ় রাত ঘুমে নিবিড় তুমি,
তোমাকে জাগাবে এসে রোদ
তার এই বোধ হয়ে আছে অক্ষয়,
তাই সূর্যকে শিয়রে রেখে নেয় সে বিদায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন