প্রতিশ্রুতি
শংকর ব্রহ্ম
প্রতিশ্রুতি ফাঁকা বুলি কেউ রাখে না,
প্রতিশ্রুতি মনে রেখে কেউ থাকে না।
আমাদের মতো কিছু মূর্খ তো থাকে
যারা সব প্রতিশ্রুতি মনে করে রাখে।
আর যারা প্রতিশ্রুতি নিয়ে ভাবে না,
তারা জানে প্রতিশ্রুতি ধুয়ে খাবে না।
তাই তারা প্রতিশ্রুতির ধারে নাতো ধার
প্রতিশ্রুতি দিয়ে সব হয়ে যায় যে পার।

মন্তব্য করতে ক্লিক করুন