শংকর ব্রহ্ম

কবিতা - প্রেম-বিরহ

লেখক: শংকর ব্রহ্ম

প্রেম-বিরহ
শংকর ব্রহ্ম

কাউকে কখনও যদি ভাল লাগে
তবে তাকে নিয়ে
কবিতা লেখার কথা ভাব
ব্যঞ্জনা ও উপমায়
দেখ রূপময় হয়ে ওঠে কিনা?

কিংবা কিছু না ও করতে পার।

চোখের আড়ালে তাকে রাখ কিছু কাল
শুধু মনে মনে ভাব তার কথা
বাগানে বসাও তাকে সাবধানে এনে
দেখ,কোন জ্যোৎস্না ফোটে কিনা?

কাউকে কখনও যদি সত্যি ভাল লাগে
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে বহুদূরে।

শুধু তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে
দেখ, কোন ফুল ফোটে কিনা?

তারপর মনে প্রাণে ভালবেসো তাকে।

১৩৫
মন্তব্য করতে ক্লিক করুন