শংকর ব্রহ্ম

কবিতা - পথ যদি ডাক দেয়

লেখক: শংকর ব্রহ্ম

পথ যদি ডাক দেয়
শংকর ব্রহ্ম

এ পথের শেষ নেই কোন
সুতরাং চল যাই দুজনেই
তুমি আমি, জন্ম আর মৃত্যু পাশাপাশি

যখন মেলেছে পাখা নিশাচর পাখি
ক্লান্ত ডানায় রেখে জেদ
মুমূর্ষ রোগীর মত
তবু অর্থ চেতন টেবিলের কোনে,
কেন তুমি মাথা গুঁজে পড়ে আছ একা?

অস্থির রাত্রি এলে
ঠাঁই নেব গাছের ছায়ায়
ফল ফুল যাই পাব,
তাই দিয়ে পেটটা ভরাব

আর পথ শুধু পড়ে থাকবে একা
যুক্তিহীন ঈশ্বরের মতো
যে কাউকে ডাকবে না
সকলেই খুঁজে যাবে তাকে।

অনিবার্য যা ঘটার ঘটবে তা জানি
সে কথা না ভেবে আর মনে
শুধু চল, চল যাই সাড়া দিয়ে তাকে
পথ যদি অকারণও ডাক দিয়ে থাকে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন