সাদা পাতা
শংকর ব্রহ্ম

একটি সাদা পাতা কবির মুখোমুখি প্রতীক্ষায় কলঙ্কিত হবার প্রত্যাশায়
কবি অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে
প্রথম শব্দটা কি লিখবেন ঠিক বুঝে উঠতে পারছেন না
কবি তার শুদ্ধতার মোহে পড়ে গেছেন
কাটাকুটি করা তার ইচ্ছে নয়
ভাবলেন ‘ভালবাসা’ কথাটি লিখবেন
তারপর ভাবনায় পড়লেন তিনি
কাকে এবং কেন ভালবাসা?
কবি খুব সতর্ক ও সাবধানী
যাতে কোন কাটাকুটি করতে না হয়
একটি গোটা লাইন মাথায় এলে তবেই তিনি লিখবেন
ভাবলেন লিখবেন ‘ভালবাসা ফিরে এসো তুমি’
পরক্ষণেই ভাবলেন কার কাছে ফিরে আসবে?

এমন সময় ডোরবেল বেজে উঠলো
কবি একবার সাদা পাতাটির দিকে নির্মোহ তাকালেন
তারপর অনিচ্ছা সত্বেও উঠলেন
দেখলেন এক ভক্ত পাঠিকা এসেছে।

নিষ্কলঙ্ক সাদা পাতাটি হো হো করে হেসে উঠলো,
কবি তার শব্দ শুনতে পেলেন
কবিও নিঃশব্দে হেসে পাঠিকাটির নিষ্পাপ চোখে তাকালেন
তারপর বুঝলেন ভালবাসা ফিরে আসবে কেন
এবং কার কাছে।

পরে পড়বো
১৪৪
মন্তব্য করতে ক্লিক করুন